শাজাহানপুর উপজেলার দক্ষিন - পশ্চিমে বগুড়া - নাটোর মহাসড়কের টেংগামাগুড় বন্দরের পূর্ব পাশে খরনা ইউনিয়ন পরিষদ ভবনটি অবস্থিত । এই ইউনিয়টি একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ।।কালের পরিক্রমায় আজ খরনা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৫নং খরনা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯০৩৩ (একর)
গ) লোকসংখ্যা – ২৫৩৪৪ জন (প্রায়) (২০০১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ২৪ টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৪ টি।
চ) হাট/বাজার সংখ্যা -৫/ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অন্যান্য।
জ) শিক্ষার হার – ৪৬.৭৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়- ১টি
দাখিল মাদ্রাসা- ২টি।
আলিম মাদ্রসা- ১টি
এবতেদায়ী মাদ্রাসা- ৪টি
মসজিদ- ৬৩টি
ওয়াক্ত মসজিদ- ১১টি
মন্দির- ৭টি
শশ্নান-২টি
ঈদগাহ মাঠ- ১০ টি
রাইচ মিল (অটো)-২টি
"স" মিল-৪টি
চাতাল-৭টি
ব্রীজ-৩০টি
কালবাট-২৪০ টি
পুকুর-২০ টি
দীঘি-১টি
পাকা রাস্থা-১৪ কি: মি:
কাচা রাস্থা-১৮ কি: মি:
আধা পাকা রাস্তা কাচা রাস্থা-১৫ কি: মি:
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলী হায়দার তোতা
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান - নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – বাবুর পুকুর গনকবর।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৭/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ২১/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২০/০৮/২০১৬ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
দেশমা কুন্দদেশমা শিবদেশমা
সাতকাউনিয়া (মধুপুর) কড়িআনজুল শান্তিয়ারা
জামাটা চন্দ্রহাটা ভাদাইকান্দি
বনভেটি বীরগ্রাম জগন্নাথপুর
চকভালি চন্ডিবর খরনা
বাঁশবাড়ীয়া কালুদাম উমরদিঘী
তিতখুর নটাগাড়ী হরিনগাড়ী
কাজলগৌড়ী গয়নাকুড়ি দাড়িগাছা ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন
৩)ইউপি তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যেক্তা -২ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS